২৭ জানুয়ারি পবিত্র লাইলাতুল মিরাজ

 


Ads

আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাতে পালিত হতে যাচ্ছে পবিত্র লাইলাতুল মিরাজ। এটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাত। ইসলামী ক্যালেন্ডারের সপ্তম মাস রজবের ২৭ তারিখে এই রাতটি পালন করা হয়। লাইলাতুল মিরাজ হযরত মুহাম্মদ সাঃ-এর রাত্রিকালীন যাত্রা ও আসমানে ঊর্ধ্বগমনের স্মরণে পালিত হয়ে থাকে। এটি সেই রাত, যে রাতে মহানবী হযরত মুহাম্মদ সাঃ মসজিদুল আকসা থেকে মিরাজে গিয়েছিলেন। মসজিদুল আকসা, যা আল-কুদস বা বায়তুল মুকাদ্দাস নামেও পরিচিত। এটি মুসলিমদের প্রথম কিবলাও।

Ads

Post a Comment

Previous Post Next Post